• ঢাকা
  • শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

হবিগঞ্জে স্বাস্থ্য বিভাগের অভিযান  ডায়াগনস্টিক সেন্টার সিলগালা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ২৫ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:২৪ পিএম;
হবিগঞ্জে স্বাস্থ্য বিভাগের অভিযান  ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
হবিগঞ্জে স্বাস্থ্য বিভাগের অভিযান  ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

উজ্জ্বল আহমেদ, হবিগঞ্জ:- হবিগঞ্জ শহরে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। সময় এমটি ল্যাব সঠিক কাগজপত্র না থাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়। বাকিদের সতর্ক করা হয়েছে। হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল হকের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।.

সিভিল সার্জন ডা. মো. নুরুল হক জানান, শহরের /১০টি বেসরকারি হাসপাতালে অভিযান চালানো হয়েছে। সময় দেখা যায় বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি টেকনেশিয়ান নেই। অথচ হাসপাতালগুলো রোগীদের বিভিন্ন পরিক্ষিা-নিরিক্ষার রিপোর্ট প্রদান করছে। যা সঠিক নয়। এছাড়া হাসপাতালগুলোতে এমবিবিএস ডাক্তারের ফি অতিরিক্ত নেয়া হচ্ছে। ব্যাপারে তাদেরকে সতর্ক করা হয়েছে।.

এছাড়া এমটি ল্যাব সঠিক কাগজপত্র না থাকায় শহরের শায়েস্তানগর এলাকায় অবস্থিত স্বাস্থ্যসেবা ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়। সিভিল সার্জন আরো জানান, যাদেরকে সতর্ক করা হয়েছে তারা যদি সতর্ক না হয় তা হলে শিগগিরই জেলা প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে বৃহৎ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হবে।. .

ডে-নাইট-নিউজ /

স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগের জনপ্রিয় সংবাদ